দেবিদ্বারে ১৩ বছরের কিশোরীকে অপহরন,গ্রেফতার-১

কুমিল্লার দেবিদ্বারে বিএনপি নেতার নেতৃত্বে ১৩ বছরের কিশোরীকে অপহরনের খবর পাওয়া গেছে। গত বুধবার রাতে দেবীদ্বার থানাধীন বুড়িরপাড় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হালিমা আক্তার (১৩) কে গত রবিবার ১লা নভেম্বর সন্ধার পর টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে ঘড় থেকে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কাওসারের সাঙ্গপাঙ্গরা হালিমাকে মুখ চেপে অপহরন করে ইকবাল হোসেনের বাড়িতে নিয়ে যায়। এ দিকে হালিমাকে বহু খোজাখুজি করে না পেয়ে তার পরের দিন দেবিদ্বার থানায় জিডি করার প্রস্তুতি নিলে রাতে ৪ নং আসামী বিএনপি নেতা কাওসার হান্নানকে ফোন করে জানায়, তার মেয়ে হালিমা এক নং আসামী ইকবাল হোসেনের বাড়িতে আছে। খবর পেয়ে হান্নান ইকবালের বাড়িতে গেলে সেখান থেকে দুই নং আসামী হারুন মোস্তফা নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যায়। সেখানে হান্নানকে তার মেয়ে হালিমাকে তাদের কাছে বুঝিয়ে দিবে বলে ১০০ টাকার ৩ টি স্ট্যামে স্বাক্ষর নেয়। এরপর মেয়েকে বুঝিয়ে না দিয়ে উল্টো হান্নানকে এলোপাতারি কিল ঘুষি মেরে কোন প্রকার মামলা না দিতে হুমকি দেয়। মামলা দিলে অপহরনকৃত মেয়েকে মেরে ফেলারও হুমকি দেয়। এ ঘটনায় হালিমার পিতা হান্নান বাদী হয়ে ৮ (আট) জনেক আসামী করে দেবীদ্বার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার নং-২১৯। মামলা করার পর বিএনপি নেতা কাওসার মামলা তুলে নিতে প্রাণনাশে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে আব্দুল হান্নান। এ ‌ব্যাপারে দেদিব্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে মামলার ঘটনা স্বীকার করেন এবং আসামীদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *