তুমি কেমন বাবা
লেখিকাঃ তানহা ইসলাম নুপুর
বাবাকে আজ লিখলাম চিঠি
কান্না নিয়ে চোখে কোন দোষে মাকে ছাড়লে বলবে আমার কাছে?
নদীর ধারে কাঁদছে মাগো আজও একা বসে চোখের জলে ভাসছে নদী দেখছে কত জনে থাকতে যদি না পারবে মায়ের আসে
পাশে মা কে তুমি বলেছিলে থাকবে তার পাশে তাই ভেবে মা আমাকে এনেছিলো পৃথিবীতে মায়ের চোখে আজ ও কাঁদে
বাবা তোমায় ভেবে