টুঙ্গিপাড়া উপজেলার ৪নং পাটগাতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে যেন উৎসব বইছে। তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থীরা ছড়াচ্ছেন ভোটের আমেজ। উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রামে।
প্রার্থী ও ভোটাররা সকলেই খুশি ভোট নিয়ে এমন উৎসবে। আসন্ন টুংগীপাড়া উপজেলা নির্বাচনে ০৪নং পাটগাতী ইউনিয়নের পরিষদের ০৬ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ মোক্তার হোসেন শেখ। তফসিল ঘোষণার পর থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
মোঃ মোক্তার হোসেন শেখ ৮০দশকের ছাত্রলীগ নেতা ও বর্তমানে টুংগীপাড়া উপজেলা শাখার কৃষক লীগের যুগ্ন সাধারণ সাধারণ সম্পদক হিসেবে দায়িত্বরত আছেন। নির্বাচন কে কেন্দ্র করে মেম্বার পদপ্রার্থী মোঃ মোক্তার হোসেন শেখ দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ২৫শে নভেম্বর বুধবার টু্ঙ্গিপাড়া উপজেলা নির্বাচনে অফিসে তাঁর নির্বাচনী ফরম জমা দেয়।
ফরম জমা দানের পর শ্রীরামকান্দি ২৮নং ঘোষেরঘাট সাঃ প্রাঃ বিদ্যালয় উপস্থিত হয়ে সকল শ্রেনীর মানুষের জন্য দুপুরের খাবাবের আয়োজন করেন। এসময় সেখানে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ওমরআলী শেখ, মুক্তিযোদ্ধা শাহিদ খান, বিশিষ্ট্য মুরব্বি মোঃ হেমায়েত শেখ, ছাত্রলীগের সাধারণ সম্পদক শেখ বাবুল হোসেন (খোকন), শেখ মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবুল খায়ের শেখ, মোঃ মাইনুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
দৈনিক শতবর্ষ কে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন , একটি মাদকমুক্ত সমাজ,ও দূর্নীতি মুক্ত সমাজ গঠনে করতে আমি বদ্ধপরিকর। এসময় তিনি আরো বলেন আদর্শ সমাজ গড়তে সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে ও করে যাবো। পরিশেষে একটি উন্নত, সমৃদ্ধ,আধুনিক,ডিজিটাল সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।