তক্ষকসহ দুই বন্যপ্রাণীপাচারকারী গ্রেফতার
খুলনার বটিয়াঘাটা হতে তক্ষকসহ দুই বন্যপ্রাণীপাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬, র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন ০৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা গ্রামস্থ্য জনৈক মোঃ আমান উল্লাহ এর চায়ের দোকানের সামনে কতিপয় ব্যক্তি বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এরুপ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ১২ আগস্ট ২০২০ খ্রিঃ ১৬.৫০ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১।মোঃআরিফুলইসলাম@সাগর(৪২), পিতা-মোঃ রোস্তম আলী, সাং-রুপসা স্ট্যান্ড রোড, বাড়ী নং-৭৬/মোল্লাবাড়ি, থানা-খুলনা সদর, কেএমপি, খুলনা ২। মোঃ মিলন শেখ(৩৪), পিতা-শেখ আঃ বর@মজিবর রহমান শেখ, সাং-আড়ুয়াডাংগা থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, এ/পি সাং-মোহাম্মদনগর, থানা-লবণচরা, জেলা-খুলনাদ্বয়কে বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয়ের সময় ০১টি বন্যপ্রাণী তক্ষক সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।