ডিবি পুলিশের এএসআই ইয়াবা মামলায় কারাগারে

dainikshatabarsa

মাদক মামলায় গোয়েন্দা পুলিশ ডিবির বন্দর জোনের এ এসআই মোহাম্মদ গোলাম মোস্তফাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওসমান গণির আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার কাজী মো. শাহাবুদ্দিন বলেন, দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, ২০২০ সালের ২১ অক্টোবর বিকেলে নগরীর ওয়াসা মোড়ের হক লাইব্রেরি সামনে থেকে দুই হাজার ৮০০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হন রাঙ্গুনিয়া থানার কনস্টেবল মোশাররফ হোসেন। ঘটনার পরদিন চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় এ ব্যাপারে একটি মামলা করে র‌্যাব।

পরে মামলা তদন্তের দায়িত্ব পায় নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের পরিদর্শক মঈনুর রহমান। গেল ১২ জানুয়ারি তিনি কনস্টেবল মোশাররফ ও এএসআই মোস্তফাকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে কর্মস্থল নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনে হাজির হলে মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তিনি দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত হন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *