ডাক বিভাগের ডাক বহনকারী কাভার্ড ভ্যান দুর্ঘটনায় আহত ২
বাগেরহাটে ডাক বিভাগের ডাক বহনকারী কাভার্ড ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে দুইজন ডাক কর্মী গুরুতর আহত।ফায়ার সার্ভিসের তৎপরতায় দুর্ঘটনা থেকে বেঁচে গেলো তাঁদের জীবন। সোমবার (২১ সেপ্টেম্বর) জিপিও খুলনা হতে বাগেরহাট গামী ডাক বিভাগের কাভার্ড ভ্যান সকাল পৌনে নয়টার দিকে বাগেরহাটের বারাকপুর নামক স্থানে পৌছাঁলে গাড়ীর চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাক একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়, এতে ড্রাইভারের পাশে থাকা ডাক বিভাগের এম সি মোঃ হাফিজুর রহমান(৪৫) মারাত্মকভাবে আহত হয়ে গাড়ীর সিট ও বনাটের সাথে আটকে যান এবং ড্রাইভার মোঃ আনিচুর রহমান (৫০) গুরুতর আহত হন।
তৎক্ষনাৎ সংবাদ পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহ্জাহান সিরাজ এর নেতৃত্বে দমকল ও এ্যাম্বুলেন্স গাড়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহ্জাহান সিরাজ নিজে অত্যন্ত দক্ষতার সাথে পাওয়ার ইউনিট হাইড্রোলিক স্প্রেডার এর সাহায্যে দ্রুত আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যাবস্থা করেন। এতে তিনি নিশ্চিত মৃত্যুর ঝুুঁকিতে থাকা ব্যক্তির জীবন রক্ষা করতে সক্ষম হন। সিনিয়র স্টেশন অফিসারের অভিজ্ঞতা এবং সাহসিকতামূলক কাজের জন্য স্থানীয় জনগন তাকে ধন্যবাদ জানান।।