ট্রাকচাপায় এসিল্যান্ডের গাড়িচালক নিহত
নান্দাইলে ট্রাকচাপায় এসিল্যান্ডের গাড়িচালক নিহত হয়েছে। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ঘোষপালা আমলিতলা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় সারোয়ার নামে একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আওয়াল সুভল পৌর শহরের চণ্ডিপাশা জোড়পুকুর এলাকার কেনু মিয়ার ছেলে। তিনি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান বলেন, মোটরসাইকেলে নান্দাইল পৌর শহরের দিকে যাচ্ছিলেন সুভল ও সারোয়ার। আমলিতলা পৌঁছালে কিশোরগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুভল নিহত হন। পরে স্থানীয়রা সারোয়ারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাকটি নান্দাইল চৌরাস্তা এলাকায় আটক করেছে স্থানীয়রা।