টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারী)সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-এর কো-চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপজেলা পরিষদ মাঠে মশাল প্রজ্জ্বলনের উদ্বোধন করেন।

পরে প্রজ্জ্বলিত মশালটি আনুষ্ঠানিকভাবে সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে জাজিরা-মাওয়া হয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আবাহনী মাঠ অতিক্রম করে ঢাকা আর্মি স্টেডিয়ামে পৌঁছাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সাথে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন, খেলোয়াড়দের খুঁজে বের করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য এবং নতুন প্রতিভার সমন্বয়ে আমরা জাতীয় দল গুলোকে সমৃদ্ধ করতে পারব, ইনশাল্লাহ।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং(জিওসি)ও এরিয়া কমান্ডার যশোর মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সৈয়দ শাহেদ রেজা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এমবি সাইফ, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ৮ মশাল প্রজ্জ্বলনকারী উপস্থিত ছিলেন।

এর আগে সেনা প্রধান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পমাল্য করে শ্রদ্ধা জানান। এসময় উদ্ধতন সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *