টুঙ্গিপাড়ায় বাংলা কেয়ার ফাউন্ডেশনের পক্ষ হতে ৫ শতাধিক দুস্থ অসাহায়দের মাঝে ত্রান বিতরণ


গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাংলা কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী রুবি’র পক্ষ থেকে ৫ শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ এপ্রিল বুধবার বেলা ১২:১০ টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ সংলগ্ন শেখ আকরাম হোসেনের বাস ভবনে ত্রান সামগ্রী বিতরন করা হয়। দুস্থ অসহায়দের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি ডাউল, ছোলা, খেজুর, তেল ও চিনি বিতরন করেন।
প্রধান অতিথি হিসাবে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত থেকে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ত্রান বিতরন করেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রেবেকা সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মলি, ধানমন্ডি থানা’র মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি প্রমূখ বক্তব্য রাখেন।