টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দৈনিক ইত্তেফাক সম্পাদকের শ্রদ্ধার্ঘ নিবেদন
![](https://dainikshatabarsa.com/wp-content/uploads/2020/08/nnnnnnn.png)
![](https://dainikshatabarsa.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আজ শুক্রবার (২৫ ই আগস্ট) দুপুর ১২:৩০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর যিয়ারত করেন দৈনিক ইত্তেফাক এর সম্পাদক তাসমিমা হোসেন। কবর যিয়ারত এবং ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। টুঙ্গিপাড়ায় দৈনিক ইত্তেফাক এর সম্পাদক তাসমিমা হোসেন অবস্থানকালে তিনি জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন দিলারা আহম্মেদ, সাবেক বৃটিশ এয়ারওয়েছ, হাফিজুর রশিদ তারিক সাবেক দপ্তর সম্পাদক টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ, বি,এম গোলাম কাদের সভাপতি প্রেস ক্লাব টুঙ্গিপাড়া, আসমা আক্তার ভাইস চেয়ারম্যান ভান্ডারিয়া উপজেলা, জহির উদ্দিন অন্তু সদস্য সচিব জাতীয় ছাত্র সমাজ ভান্ডারিয়া উপজেলা, আতিক জামান খোকন সম্পাদক ব্যক্তিগত কর্মকর্তা দৈনিক ইত্তেফাক, ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।