টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফরিদপুর জেলা চেয়ারম্যান এর শ্রদ্ধা নিবেদন
আজ ৯ নভেম্বর দুপুর ১ টায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ফরিদপুর জেলা উপ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শামসুল হক (ভোলা মাস্টার)। এসময় ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। ফরিদপুর জেলা উপ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শামসুল হক (ভোলা মাস্টার) টুঙ্গিপাড়ায় অবস্থানকালে জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
Aa