টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্র মন্ত্রী শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
আজ শনিবার (২৯ ই আগস্ট) দুপুর ১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর যিয়ারত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এ কে এম আব্দুল মোমেনো। এসময় ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। টুঙ্গিপাড়ায় বিচারপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এ কে এম আব্দুল মোমেনো অবস্থানকালে তিনি জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সেলিনা মোমেন, সচিব মাসুদ বিন মোমেন, খোরশেদ আলম সচিব ও মেরিটাইন্স এফেয়ার ইউনিট প্রধান, মহাপরিচালক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধু সমাধিতে রক্ষিত বইতে মন্তব্য লেখেন।