বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি ২০২২ এর নবনিযুক্ত নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার বেলা ১২:৩০ মিনিটে তারা টুঙ্গিপাড়ায় পৌঁছায় এরপরে তারা বঙ্গবন্ধুর সমাধিতে বসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর নির্বাচনী পরিষদ নবনিযুক্ত কমিটি ঘোষণা করেন। পরবর্তীতে তারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবার সহ সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। এরপরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর নবনিযুক্ত সভাপতি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর নবনিযুক্ত সভাপতি বলেন; আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের রূপান্ত্রিত হচ্ছে। ঘাতকেরা বঙ্গবন্ধুকে মারতে পেরেছে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে মারতে পারেনি।
আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি তার আদর্শে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের এই ফাউন্ডেশন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন এ সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ সকলেই আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে কাজ করে আসছি আগামীতেও করতে চাই।