টুঙ্গিপাড়ায় গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস ‘অক্টোবর ২০২০ উদযাপন


এসময় উক্ত চেতনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ ফয়সাল আহমেদ বলেন, সারাদেশে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য মাঠ পর্যায়ে এলজিইডির সকল কর্মকর্তা ও কর্মচারী ব্যবহারকারী জনগোষ্ঠী ও জনপ্রতিনিধি গনের সম্পৃক্ততায় নিয়োগকৃত জনবল এবং ইতিমধ্যে সংগৃহীত নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিক সড়ক মেরামত কাজ জোরদার করতে হবে। এ লক্ষ্যে ৩০-০৫-২০২০ খ্রিস্টাব্দে 4 ঘটিকায় মাননীয় মন্ত্রী মহোদয় জুম অ্যাপস এর মাধ্যমে ডিজিটাল সভায় উক্ত অনুষ্ঠান উদ্বোধন এর সম্মতি জ্ঞাপন করেছেন মাঠ পর্যায়ে উক্ত লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সততা এবং নিষ্ঠার একান্ত প্রয়োজন।
এ সময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার, উপজেলা প্রকৌশলী, এলজিইডি মোঃ ফয়সাল আহমেদ, মোঃ মীজানুর রহমান (সিও) এলজিইডি টুঙ্গিপাড়া সহ আরো অনেক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।