টুঙ্গিপাড়ার দোকানগুলো নিয়ম মানছে কি ?

টুঙ্গিপাড়াঃ

ঈদুলফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে কিছু শর্ত্ সাপেক্ষে দোকানপাট খোলার অনুমতি দেয় মন্ত্রীপরিষদ বিভাগ।

তারই প্রেক্ষিতে গত 10 মে থেকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে দোকানপাট খুলতে শুরু করেছে। সকাল 10 টা থেকে বিকাল 4টা পর্য্ন্ত দোকান খোলারাখে সবাই।

কিন্তু বাস্তবে মানছেনা কেউই সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি।

দৈনিক শতবর্ষ্ টিম ঘুরে দেখে কোন শর্ত্ই ঠিক মত মানা হচ্ছেনা। দোকানগুলোতে সবসময় ভিড় থাকে । না আছে সামাজিক দূরত্ব না আছে হাত ধোয়ার ব্যবস্থা না আছে মাস্ক।

আজ বেলা 11 টায় সহকারী কমিশনার (ভূমি)শ্যামল চন্দ্র বসাক পাটগাতী বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। এসময় তিনি দোকানদারকে এবং ক্রেতাদের সামাজিক ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার নির্দেশ দেন।

প্রশাসন থাকলে সব টিক কিন্তু প্রশাসন চলে গেল যেমন তেমন অবস্থা। দেখে মনে হয় যে, এদেশে করোনা ভাইরাসের আগম ঘটেনি।

যেখানে পাশের সদর উপজেলাতে আজও করোনা রোগী সনাক্ত হয়েছে। মারা গেছে 1 জন। যার কারনে দোকান মালিক সমমিতি দোকান বন্ধ রাখার ও সিদ্ধান্ত নিয়েছে।

টুঙ্গিপাড়তেও আক্রান্ত ছিল। আবার যে হবে না তার কি কোন গ্যারান্টি আছে?

পাটগাতী বাজারের দোকানমালিক এবং সাধারণ জনগণ সতর্ক হন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনার হাত থেকে বাঁচুন।

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *