টুঙ্গিপাড়া শ্রীরামকান্দি বেলতলা যুব ক্লবের উদ্যোগে ২৩০ জনের রক্তের গ্রুপ নির্ণয়


একের রক্ত অন্যের জীবন, রক্ত হোক আত্মার বাঁধন এই স্লোগানে শ্রীরামকান্দি বেলতলা যুব ক্লাবের আয়োজনে ও টুঙ্গিপাড়া ব্লাড ডোনেশন ক্লাবের সহযোগিতায় টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি বিনা মূল্যে রক্তের নির্ণয় করা হয়। আজ সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ২৩০ জনের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়৷ এই সময় টুঙ্গিপাড়া ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠিতা ও সভাপতি মওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ, সদস্য কালু, শহিদুল ইসলাম, আশিকুর রহমান অপু ও নাইম তালুকদার উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়া ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, অন্য অঞ্চলের চেয়ে টুঙ্গিপাড়াতে ব্লাড ডোনারের সংখ্যা তুলনামূলক কম। তাই রোগীদের রক্তের প্রয়োজন হলে অনেক ভোগান্তি হয়। রোগীদের যাতে প্রয়োজনের সময় রক্ত খুঁজে পেলে কোন ভোগান্তি না হয়। সেজন্য টুঙ্গিপাড়ার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম আামাদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অব্যাহত থাকবে।