টুঙ্গিপাড়ায় ৯ম শ্রেণীর স্কুলছাত্রী কে গনধর্ষনের বিরুদ্ধে মানববন্ধন
টুঙ্গিপাড়ায় ৯ম শ্রেণীর স্কুলছাত্রী কে গনধর্ষনের বিরুদ্ধে মানববন্ধন গত ১৪ই ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণধর্ষণের শিকার হয়েছেন বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরী। এমন গর্হিত কাজ মেনে নিতে পারছেন না অনেকেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ঝড় উঠেছে দেশের সকল মিডিয়ায়। টুঙ্গিপাড়াবাসী সহ সকেলেই জানিয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। চান এর সুষ্ঠ তদন্ত ও সঠিক বিচার। আর সেই ধর্ষণ মামলায় জড়িত আসামিদের বিচারের দাবিতে আজ ২২শে ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পালন করা হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
রাজনৈতিক সংগঠন, সেচ্ছাসেবী সংগঠন, বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সহ সমাজের সর্বস্তরের জনগণ অংশ নেয় মানববন্ধনে। মামলা জড়িত প্রধান আসামি শ্রীরামকান্দি নিবাসী মোহাম্মদ আনোয়ার মল্লিকের ছেলে মিতুল মল্লিক (২২)। এ ধর্ষণ মামলায় জড়িত ২য় আসামি শ্রীরামকান্দি নিবাসী মোঃ শুকুর শেখ এর পুত্র রাজিব শেখ(২৫) ।
পূর্ব থেকেই যার বিরুদ্ধে রয়েছে ধর্ষণ মামলা। জানা যায় গত ২০২০ সালে টুঙ্গিপাড়ার শ্রিরামকান্দি নিবাসী সওকত মোল্লার পুত্র বধূকে ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে আটক করে স্থানীয়রা তার একটি কান কেটে দেয়। যা সে সময়ে মিডিয়ার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছিলো। এবং তিন নম্বর আসামি গহরডাঙ্গা নিবাসী আকবর আলী খানের ছেলে রসুল খান (২১)। উল্লেখ্য,গত ১৪ই ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণধর্ষণের শিকার হয়েছেন নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরী। ধর্ষণের শিকার ওই কিশোরী টুঙ্গিপাড়া উপজেলাধীন গিমাডাঙ্গা বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী।
14 ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা সাতটায় এ ঘটনা ঘটে। জানা যায় ধর্ষণের শিকার কিশোরী টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন এডুকেশন কেয়ার নামক একটি কোচিং সেন্টারে কোচিং করতো। দৈনন্দিন নিয়ম অনুযায়ী ধর্ষণের শিকার ওই কিশোরী বিকাল পাঁচটায় কোচিং থেকে বাসায় ফেরার পথে কিছু বখাটে যুবক তাকে জোরপূর্বক ধরে নিয়ে নির্জন স্থানে যায়। পরে সেখানে তাকে চেতনানাশক ঔষধ ব্যবহার করে অজ্ঞান করা হয়। তারপর চলে অবাধ যৌনাচার শিকার হয় গণধর্ষণের। পরে রাত সাড়ে আটটার দিকেঅজ্ঞান অবস্থায় তার বাসার সামনে ফেলে আসা হয়।