টুঙ্গিপাড়ায় স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্মার্ট কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক।

মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জি.টি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার ১০৭ জন কৃষকের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরন করা হয়। এর মধ্যে দিয়ে সূচনা হলো এবি ব্যাংকের স্মার্ট একাউন্ট।

ঋণ বিতরণ অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জামাল উদ্দিন, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ সহ এবি ব্যাংকের ঊর্ধতনকর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *