টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংগঠনকে গতিশীল ও বেগবান করার লক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ সংগঠনে নতুন সদস্য সংগ্রহ করার নির্দেশ দেয়া হয়।
সভায় টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিক ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংঠনিক সম্পাদক আবিদ আল হাসান, বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের সদস্য মোঃ রবিউল ইসলাম, আমির সোহেল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম ফোরকান বিশ্বাস সহ প্রমূখ বক্তব্য রাখেন