টুঙ্গিপাড়ায় সেচ্ছাসেবকলীগের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ
জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৭ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এসব খাবার বিতরণ করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন উপজেলার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য তৌফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজামুল হক পারভেজ, সাধারণ সম্পাদক প্রকৌশলী গাজী নুরুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক লিংকন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।