টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরু ইসলাম মোল্লার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মনোয়ারা বেগম ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলী মজুমদার কে সাথে নিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় দিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সেই সাথে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লিগ এর বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দেরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু বাসভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও উপজেলা পরিষদে আলোচনা সভা কোরআন খতম দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।