টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) -এর নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিটিএলএ -এর সভাপতি ও বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের সভাপতি সাবেক এমপি এ্যাড. মো. সোহরাব উদ্দিন ও বিটিএলএ -এর মহাসচিব এ্যাড.
মো. খোরশেদ আলমের নেতৃত্বে অন্যান্য সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পৃথক- পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. মো. আবু আমজাদ, সাধারণ সম্পাদক এ্যাড. জাকারিয়া খান (স্বপন), যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আলম (ডেভিড), বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ ইকবাল মোস্তফা, বাংলাদেশ ট্যাক্স
ল’ ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)-এর কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের ৮ বিভাগের প্রতিনিধি ও সদস্যগণ সহ নবীন- প্রবীণ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *