টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
আজ বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে সমিতির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফসিয়ার রহমান, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. রেজাউল হক সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সহ-সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম, মো. মাহতাব আলী রাশেদী, মো. আলমগীর আজাদ, কে এম সিদ্দিকুজ জামান, মিজানুল ইসলাম, মো. গোলাম জিলানী সহ দেশের সকল জেলার প্রায় তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
পরে বিকালে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গীতে অবস্থিত ম্যাকডোনাল্ড চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফসিয়ার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি মো. মিজানুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল বাহার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহতাব আলী রাশেদী, সৈয়দ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.রেজাউল হক, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.জয়নাল আবেদীন প্রমুখ।
এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারই সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলা এবং স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের সুফল সম্পর্কে ভূয়সি প্রশংসা করেন। সেই সাথে অবসর পরবর্তী সদস্যদের পেনশন সংক্রান্ত যাবতীয় সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত নিরসনে কার্যকর ভূমিকা রাখতে সকলকে আন্তরিক ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।