টুঙ্গিপাড়ায় পুলিশ-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ৮, পুলিশের গাড়ি ভাঙচুর।
০২ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যার ৭ ঘটিকায় সময় টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন,।সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।টুঙ্গিপাড়া উপজেলার খান সাবেশ শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচী চলাকালে সাফায়েত নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।