টুঙ্গিপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী যুবলীগ।
সোমবার মাগরিব নামাজের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতি বাস স্ট্যান্ডে উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে এ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধুর রেখে যাওয়া রক্তের উত্তরাধিকার ও পবিত্র আমানত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ তাঁদের পরিবারবর্গের দীর্ঘজীবন ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি, সাধারণ সম্পাদক বিএম মাহমুদ হক, সহ সভাপতি ইমামুল ইসলাম, শেখ আনিসুর রহমান, শেখ এহিয়া, মোঃ জাবের বিশ্বাস,পৌর যুবলীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনি যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর কারতে হবে। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমার একটি উন্নত, সমৃদ্ধ দেশ গড়ে তুলবো। আর উন্নত, সমৃদ্ধ দেশ গড়তে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধু কন্যার পাশে সব সময় রয়েছে। উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে।