টুঙ্গিপাড়ায় ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে টুঙ্গিপাড়া থানার সম্মেলন কক্ষে থানা পুলিশ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা। ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্রনাথ, পাটগাতি বাজার বনিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
এসময় স্বাস্থ্যবিধি মেনে টুঙ্গিপাড়া উপজেলা মহিলা ভাইস—চেয়ারম্যান সফিদা আক্তার জোনাকি, ভাইস চেয়ারম্যান অসীম সরকার, নবনির্বাচিত পৌর কাউন্সিলর ও পাটগাতি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম অপু, পাটগাতি ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা, বর্ণি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম বাদশা, গোপালপুর ইউপি চেয়ারম্যান সুষেন সেন, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির আলম তালুকদার, কুশলী ইউপি চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন সিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাদক, ইভটিজিং বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া সহ সমাজ বিরোধী সকল অপতৎপরতা রোধ করে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং অপরাধ দমনে পাটগাতি ব্রিজে রাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আহ্বান জানান। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সমাজ বিরোধী সকল অপতৎপরতা রুখতে টুঙ্গিপাড়া থানা পুলিশ কর্মকর্তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বঙ্গবন্ধু’র পূণ্যভূমি, টুঙ্গিপাড়া উপজেলাকে অপরাধমুক্ত ও শান্তিময় এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।