টুঙ্গিপাড়ায় উপজেলা চেয়ারম্যানের সচেতনতা বৃদ্ধি মূলক অভিযান
করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে আজ বুধবার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় উপজেলা চেয়ারম্যানের উদ্যোগ ও তত্ত্বাবধায়নে করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করেছে, সেই সঙ্গে মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধও করার পাশাপাশি মাস্ক বিতরণ করেন। আজ ৭ই জুলাই (লগডাউন এর ৭ম দিন) টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের এর যৌথ উদ্যোগে করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যানের এ অভিযান বিকাল ৫:৩০ মিনিটে উপজেলার ১নং কুশলী ইউনিয়ন এর খালেক বাজার ও নিলফা(বয়রা) এলাকাব্যাপি বৃস্তিত ছিলো। এসময় জনসাধারনের উদ্দেশ্যে মানবতার সেবক টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস বলেন, সারা দেশ সহ টুঙ্গিপাড়া দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রথম থেকেই কাজ করছে। এবং ভবিষ্যতেও থাকার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, মানুষকে সচেতন করতে পারলেই করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব ।