টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে (কোডিড-১৯) এর গণটিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান
সারা দেশের সরকারি-বেসরকারি ১ হাজার ৫টি হাসপাতালে আজ করোনার টিকা দেওয়া হবে। শুরুর দিন ৩ লাখ ৬০ হাজার মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি আছে স্বাস্থ্য অধিদপ্তরের। তবে নিবন্ধন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে কম। সরকারের কাছে ৭০ লাখ টিকা আছে। এর ২০ লাখ টিকা ভারত সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে। বাকি ৫০ লাখ টিকা সরকার ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কিনেছে। এই টিকা ৩৫ লাখ মানুষকে দেওয়া হবে।
তবে গতকাল শনিবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ লাখ ৪৮ হাজার মানুষ। আজ ৭ই আগষ্ট গোপালগঞ্জের টুংগীপাড়ায় ৫ ইউনিয়নে আজ গণ টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে টুংগীপাড়া উপজেলার পাটগাতি,বর্ণি, কুশলী,ডুমুরিয়া ও গোপালপুর ইউনিয়নে এ গণ টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা দান চলছে। এ সময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান, এবং পাঁচ ইউনিয়নের পাঁচ চেয়ারম্যান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।