টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সম্পাদক মোঃ বাবুল শেখ করোনায় আক্রান্ত, সুস্থতা কামনায় তার পরিবার দোয়া চেয়েছেন
এবার করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ। আজ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন। স্বাস্থ্য কর্মকর্তা জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ বেশ কয়েকদিন ধরে করোনা উপসর্গ নিয়ে ভুগতে ছিলেন।
এরপর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে বুধবার বিকালে তার দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
মানবিক নেতা মোঃ বাবুল শেখ গত বছর করোনা মহামারীর শুরু থেকেই প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা সহ সব ধরনের সামাজিক কর্মকান্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তিনি সকল দলীয় কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করেছেন।
সর্বশেষ গত মঙ্গলবার (২৭ জুলাই) বঙ্গবন্ধুর দৌহিত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুযোগ্য পুত্র, শেখ সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্মদিন উপলক্ষে বিকালে টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্স জামে মসজিদে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন।
পরে সন্ধ্যায় পাটগাতি বাসষ্ট্যান্ড সংলগ্ন নিজ কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করেন। এদিকে প্রিয় নেতা করোনায় আক্রান্ত হওয়ার খবরে দলীয় নেতাকর্মী সহ পরিবারে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। প্রিয় নেতা মোঃ বাবুল শেখের দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন তাঁর পরিবার সহ দলীয় নেতাকর্মীরা।