টুংগীপাড়ায় শেখ রাজিয়া নাসেরের মাগফেরাত কামনায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ এর উদ্যোগে দোয়া

 শুক্রবার (২৭নভেম্বর) বাদ আছর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ এর উদ্যোগে গ‌ওহরডাঙ্গা চৌরঙ্গী নতুন বাস টার্মিনালে সদ্য প্রয়াত বেগম রাজিয়া নাসিরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে উক্ত দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, সাবেক মেয়র ইলিয়াস হোসেন সরদার,পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল শেখ সহ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এরপর তাদের মাঝে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য, বঙ্গবন্ধু পরিবারের অভিভাবক শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাচি এবং সাংসদ শেখ হেলাল উদ্দিন , শেখ সালাউদ্দিন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল এবং শেখ বেলাল উদ্দিন বাবুর আম্মা ও সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদু বেগম রিজিয়া নাসের গত সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে মরহুমের নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
Aa


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *