টুংগীপাড়ায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা
আজ ২৭ নভেম্বর রাত ৮:২০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার পাটগাতী ইউনিয়ন এর কাকইবুনিয়া এলাকায় ভাইস চেয়ারম্যান অসীম কুমারের বাড়ি তে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির । ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তিনটি ইউনিটের প্রায় ৪০ মিনিট নিরলস পরিশ্রমের পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেল রাত ৮:২০ মিনিটের দিকে টুঙ্গিপাড়া থানার পাটগাতী ইউনিয়ন এর কাকইবুনিয়া এলাকায় ভাইস চেয়ারম্যান অসীম কুমারের বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে পরিবারের লোকও স্থানীয় প্রতিবেশী আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্ত ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টুংগীপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তিনটি ইউনিটে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট নিরলস পরিশ্রমের পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনটি বসতবাড়ি, একটি রান্নাঘর, ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ,গহন সহ প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে ঘটনাস্থলে উপজেলা টুংগীপাড়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বিশ্বাস,উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান পরিদর্শন করেন।