টুংগীপাড়া ডুমুরিয়ায় রাস্তার অভাবে হাজারো মানুষের জীবনযাপন আটকে আছে।

একটি দেশের উন্নতির মূল মানদন্ড হচ্ছে সেদেশের যোগাযোগ ব্যবস্থা । আর সেই যোগাযোগ ব্যবস্থা যদি হয় শোচনীয় তাহলে দেশের পরিবর্তন, দেশের মানুষের জীবনযাত্রার পরিবর্তন কিভাবে হবে। উন্নত দেশের সাথে কিভাবে তাল মিলিয়ে চলবে আমাদের এই সোনার বাংলাদেশ । একটি এলাকার মূল সড়কের অবস্থা যদি হয় এমন স্থানটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে হাজারো মানুষের একমাত্র টুঙ্গিপাড়া উপজেলা এবং গোপালগঞ্জ সদরে যাওয়ার একমাত্র প্রধান সড়ক এই রাস্তাটি লেবুতলা ব্রিজ হইতে আতীর মোর( মামার বাজার) পর্যন্ত এতটাই বেহালদশা যে সময় মত গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া যাওয়ার সম্ভব হয়না।

এই রাস্তাটি ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং ডুমুরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার প্রধান রাস্তা । রাস্তাটি এতই সরু যে, একটি ভ্যান গাড়ির পাশে আরেকটি সাইকেল যাওয়ার মতো পরিবেশ থাকেনা যার কারণে অনেক দুর্ঘটনার শিকার হয় এলাকার মানুষ। বৃষ্টি বর্ষার সময় পায়ে হেঁটে কিংবা গাড়িতে যাওয়ার মত কোন অবস্থা থাকেনা ‌ রাস্তার এবড়োখেবড়ো আর গর্তের কারনে গাড়িগুলো দুর্ঘটনায় পতিত হয়, নদীর পাশে রাস্তাটি হওয়ার কারণে দুর্ঘটনায় পতিত গাড়িগুলো অধিকাংশই নদীতে পড়ে মানুষের জীবন হারাতে হয়।

এই এলাকার মানুষ এতই দুঃখ কষ্টে জীবন যাপন করছে যে, কেউ গুরুতর অসুস্থ হলে সঠিক সময়ে টুংগীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার মতো সঠিক পরিবহন বা কোন সু-ব্যবস্থা পাওয়া যায় না। যার কারণে পথিমধ্যে জীবন হারাতে হয় রোগীর। কোন বাড়িতে আগুন লাগলে তা নেভানোর জন্য সময় মত অগ্নিনির্বাপক গাড়িগুলো(ফায়ার সার্ভিসের কোন গাড়ি) ঘটনাস্থলে পৌঁছাতে পারে না,পরিপেক্ষিতে দেখা যায় সাধারণ মানুষের ক্ষতি টাই বেশি হয়। এমনিতেই সরু রাস্তা তারপরও দেখা যায় রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি। প্রতিবছর স্থানীয় লোকজন তাদের সাধ্যমতো রাস্তাটা সংস্কার করে নিজেদের জীবন যাপন চালানোর জন্য ব্যবস্থা করে আসছে সরকারের কোন ব্যবস্থা এখনও পর্যন্ত এখানে পৌঁছায়নি টুঙ্গিপাড়ার মত স্বনামধন্য জায়গায় যদি রাস্তার এ বেহাল দশা থাকে। মুখে শুধু উন্নতির কথা বললাম অথচ ঘরের ভিতরে বেহাল দশা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *