টুংগীপাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা।
আজ ২৮ ই আগস্ট টুংগীপাড়া উপজেলা প্রতিবছরের ন্যায় এ বছরও তিন সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উদযাপিত হতে যাচ্ছে।
আজ থেকে শুরু করে সপ্তাহব্যাপী এ আয়োজনের এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি। এই উপলক্ষে উপজেলার সকল মৎস্য চাষী, মৎস্যজীবী, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী সহ মৎস্য সেক্টরের সাথে জড়িত সকল কে এক সঙ্গে বেশি বেশি মৎস্য চাষ করি, বেকারত্ব দূর করি।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালে কুমিল্লা এক জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ এই মর্মে ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প, ২০২১ ও ২০৪১- এ স্থিরকৃত লক্ষ্যমাত্রা অর্জনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর তত্ত্বাবধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ফলশ্রুতিতে মৎস্যখাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। আজ বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের পরই মৎস্য ও মৎস্যজাত দ্রব্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে। শুধু তাই নয় গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ যোগান দেয় মাছ।
বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৭-১৯ অর্থবছরে মাছ উদযাপনের লক্ষ্যমাত্রা ছিল ৪৩.৪১ লক্ষ মেট্রিক টন। মাছ উৎপাদন হয়েছে ৪৩.৮৪ লক্ষ মেট্রিক টন। যা ২০০৮-০৯ সালের উৎপাদনের চেয়ে (২৭.০১ লক্ষ মে.টন) চেয়ে ৬২.৩১ শতাংশ বেশি। বিগত ১২ বছরের মৎস্যখাতে উৎপাদন প্রবৃদ্ধি অর্জন ৫.০১ শতাংশ।
মৎস্যজাত উৎস থেকে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ দারিদ্র বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। মৎস্য খাতের এই অন্যান্য সফলতা ধরে রাখার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। এগুলো হলো-জাটকি সংরক্ষণ ও ইলিশ সম্পদ উন্নয়ন, অভ্যন্তরীণ জলাশয়ের আবাসস্থল উন্নয়ন ,ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর,নিরাপদ মাছ সরবরাহ এবং মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি। ইলিশ উৎপাদনে বাংলাদেশ ১১ টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণের বাংলাদেশ তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে চতুর্থ এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে পঞ্চম। তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ এবং এশিয়ার মধ্যে তৃতীয়।পাশাপাশি বিশ্বে সামুদ্রিক ও উপকূলীয় ক্রস্টিশিয়া ও ফিনফিশ উৎপাদনে যথাক্রমে ৮ম, ১২ তম স্থান অধিকার করেছে।
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা -২০১৯ অনুসারে মোট দেশজ উৎপাদনের ৩.৫০% মৎস্য এর অবদান রয়েছে। দেশের মোট কৃষি আয়ের ২৫.৭২ শতাংশ আসে মৎস্য উৎপাদন থেকে। বিগত ৫ বছরের মৎস্যখাতে জিডিপির প্রবৃদ্ধি অর্জন হয়েছে ৬.২৮ শতাংশ। অভয়াশ্রম ব্যবস্থাপনা ও ইলিশ প্রজনন সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নের ফলে ২০১৮-১৯ অর্থবছরে ইলিশের উৎপাদন হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৭৯৫ মে.টন, যা ২০০৮-২০০৯ অর্থবছরে ছিল ২ লাখ ৯৯ হাজার মে. টন। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে মৎস্য খাতে ব্যাপক সফলতা অর্জন করেছে। বাংলাদেশ থেকে গুণগত মানসম্পন্ন হিমায়িত চিংড়ি মৎস্য জন্য বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।
এই সকল বিষয়ের উপর ভিত্তি করে বেকারত্ব দূর করতে আগামী ২৯ আগস্ট ২০২১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর অনানুষ্ঠানিক উদ্বোধনের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
তারই ধারাবাহিকতায় টুংগীপাড়া পালিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১। দিনটি উদযাপন এর বিষয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন টুংগীপাড়া উপজেলা মৎস্য অধিদপ্তর।
এ সময় সেখানে উপস্থিত দেবাশীষ বাছার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টুংগীপাড়া গোপালগঞ্জ, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান এবং টুঙ্গিপাড়ায় সংবাদ কর্মী বৃন্দ।