ঝিনাইদহে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫৮ বোতল ফেন্সি সহ দর্শনার ছেলে বকুল আটক
আজ বুধবার ২ ডিসেম্বর ঝিনাইদহ থানাধীন ঝিনাইদহ টু , চুয়াডাঙ্গা মহাসড়কে হলিধানি সাকিনস্থ ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ এর মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বাসায়।এ সময় একটি মোটরসাইকেলে চুয়াডাঙ্গার দিক থেকে ঝিনাইদহের দিকে আসার সময় ভেটেরিনারি কলেজের সামনে তাকে সিগন্যাল দিলে সে সিগন্যাল না মেনে মোটরসাইকেল চালিয়ে চলে যেতে থাকে।এ সময় ডিবি পুলিশের একটি টিম তার পিছু ধাওয়া করে ঝিনাইদহ থানাধীন লেবুতলা গ্রামের খালধার পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক কুশই মন্ডলের গোয়াল ঘরের পিছনে লিচু গাছের নিচ হইতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন অাকন্দবাড়ীয়া গ্রামে অাঃ হান্নান এর ছেলে বকুল হোসেন (৩৩) কে আটক করে ডিবি পুলিশ। এ সময় ৫৮ বোতল ফেন্সিডিলসহ বকুলের কাছ থেকে উদ্ধার করেন ঝিনেদাহ ডিবি পুলিশ। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।