জীবননগরে উথলী গ্রামের পশ্চিম পাড়ায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এমপি টগর।


চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলায় উথলী গ্রামের পশ্চিম পাড়ায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব হাজী আলী আজগার টগর।
আজ রবিবার ২০ই ডিসেম্বর সকাল সাড়ে ১১ টাই উথলী মোল্লা বাড়ি টু আন্দুলবাড়ীয়া সড়কে উথলী গ্রামের পশ্চিম পাড়া নামক স্থানে স্বপন মাষ্টারের বাড়ি থেকে পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া ড্রেনের ব্যবস্থা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়।
এবং আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান,উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সাংবাদিক সালাউদ্দীন কাজল,ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কফিল উদ্দিন,সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ সহ উথলী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও এলাকার সুধীমন্ডলী।
উল্লেখ্য যে, উথলী মোল্লা বাড়ি থেকে আন্দুলবাড়ীয়া সড়কে পশ্চিম পাড়া নামক স্থানে বর্ষাকালে হালকা বৃষ্টিপাত হলেই সৃষ্টি হতো চরম জলাবদ্ধতা।জলাবদ্ধতায় সাধারণ পথচারীদের পোহাতে হতো নানা দুর্ভোগ।এমতবস্থায় এলাকাবাসী চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদর কাছে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জন্য দাবি জানালে এমপি মহোদয় আজ রোববার সকালে সরজমিনে উপস্থিত হয়ে এলাকা বাসির প্রাণের দাবি এই ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে গ্রাম বাসি।