জীবন নগর বাড়ভাঙ্গা থেকে সুটিয়া গ্রাম পর্যন্ত পাকা রাস্তার কাজে ভিক্তি স্হাপন উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ২আসনের সংসদ সদস্য,


স্টাফ রিপোর্ট, আজ সকাল সাড়ে ১১টার সময় চুয়াডাঙ্গা জেলা জীবননগর বাড়ভাঙ্গা থেকে সুটিয়া গ্রাম পর্যন্ত পাকা রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ২ আসনের উন্নয়নের রূপকার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং চুয়াডাঙ্গা ২আসন থেকে বার বার দলীয় প্রতীক নিয়ে জয়লাভ করার গৌরব অর্জনকারী মাটি ও মানুষের জনপ্রিয় নেতা হাজী আলী আজগর টগর এম পি মহোদয়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কে একটি ডি জি টাল দেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন। যত দিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন এদেশের মানুষকে আর কাদার ভিতরে হাটতে হবে না, জননেত্রীর আরও বলেন আমি যে অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়েছেন গ্রাম কে শহরে পরিণতি হবে। শেখ হাসিনার এই মহত্ত্ব হিসাবে আজ। জীবন নগর কয়েকটি গ্রামে পাকা রাস্তা তৈরী করার জন্য, শুভ্র উদ্ধোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য জননেতা হাজী মোঃ আলী আজগার (টগর) এম,পি, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা ছোটোসহ জীবন নগরের ছাত্র লীগ যুবলীগ ও আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।