জমি নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত অর্ধশতাধিক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে প্রায় ২ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের এসআই সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে । শনিবার বিকেলে উপজেলার পাকুড়তিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশসহ আহত ৩৭ জনকে টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে মারাত্মক আহত ৭ জনকে গোপালগঞ্জ, খুলনা ও ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাকুড়তিয়া গ্রামে সাড়ে ২৭ শতাংশ জমির মালিকানা নিয়ে শহিদ মীর ও রাঙ্গা মিয়া ফকির এর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল । শনিবার বিকেলে মামলা জনিত কারণে তহশিলদার ওই বিরোধপূর্ণ জমিতে সরেজমিনে তদন্তে যায় ।

এসময় জমির দখল ও মালিকানা নিয়ে উভয় গ্রæপের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর জানাজানি হলে উভয় গ্রæপের লোকজন ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দু’ঘণ্টাব্যাপী ব্যাপী চলা সংঘর্ষে টুংগীপাড়া থানার এসআই রফিকুল ইসলাম (৪৫)সহ উভয় গ্রæপের অর্ধশতাধিক আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনা স্থলে গিয়ে রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে টুংগীপাড়াা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুলতান মাহমুদ বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের একজন এসআই সহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *