ছেলের নির্যাতনে আহত বাবা হসপিটালের বেডে
ছোট বেলা হতে শুনে এসেছি পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেস্ত কিন্তু এই বেহেস্ত থাকে কত দিন? যত দিন বাবা আয় করে সন্তানের ভরোন পোষন দিতে পারে। আর যখন এই আয় করতে বাবা অসহায় হয়ে পরে তখন ছেলে মেয়েদের নিকট হয়ে ওঠে একটি বোঝা। তেমনি একটা ঘটানা রচয়িত হয়েছে মোল্লাহাট থানাধীন রামজীবনপুর ( জয়খা) নামক গ্রামের বাসিন্দা মুস্তাইন ফরাজী (৫৫)র সাথে গত ১৭-১০-২০ইং শনিবার রাতে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতরও অবস্থায় ভর্তি হয় পিতা মুস্তাইন ফরাজী (৫৫) এবং মেয়ে লাখী বেগম (২৫)। এ বিষয়ে তদন্ত করতে গিয়ে যানা যায়, মুস্তাইন ফরাজীর ছেলে বিল্লাল ফরাজী (৩০) ঢাকাতে চাকুরি করেন। কিন্তু গ্রামে তার পিতার প্রতি কোন রুপ খেয়াল করাতো দুরের কথা কোন খোজ নেয়ার প্রয়োজন মনে করে না।
কেন না আজ বাবা অসহায়!!! মুস্তাইন ফরাজীর বক্তব্য অনুযায়ী তিনি বলেন যে সন্তানকে জমি বিক্রি করে টাকা পয়সা দিয়ে লেখা পড়া শিখিয়ে আজ সমাজে প্রতিষ্ঠিত করলাম আজ সেই ছেলে যেহেতু আমাদের কোন খোজ খবর নেয়না তাহলে আমার সমস্ত কিছু আমার বাকী সন্তানদের দিয়ে যাব। এই নিয়ে তর্ক বিতর্ক চলে বাবা ছেলের মাঝে এক পর্যায়ে বিল্লাল ফরাজী (৩০) বাবার গলা ধরে ধাক্কা মেরে ফেলে দিলে বোন লাখী বেগম বাধা দিলে তাকেও ছাড় দেয়নি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। লাখি বেগম(২৫) তাহার বক্তব্য বলেন আইনের কথা বললে বিল্লাল ফরাজী (৩০) বলেন আইনের বিষয়ে অকথ্য ভাষায় বলে আইন তার কিছুই ছিরতে পারবে না। পৃথিবীতে মানুষ এতটা নিষ্টুর হতে না পারে তার ব্যবস্থা গ্রহন করার জন্য আইনের সহয়তা চেয়েছেন