চুয়াডাঙ্গা পৌর কৃষক লীগের উদ্বেগে পৌর নির্বাচন ও আলোচনা সভা,


আজ শুক্রবার বৈকাল ৪ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে। পৌর কৃষক লীগের চুয়াডাঙ্গা পৌর নির্বাচন ও কৃষক লীগের আলোচনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আসাদুল হক বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড্যাভোকেট আওয়ামী লীগ নেতা আশরাফ আলী, সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক এড্যাভোকেট শফিকুল ইসলাম শফি চুয়াডাঙ্গা জেলা পৌর মেয়র ওবায়দুল রহমান জিপু চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক। সাধারণ সম্পাদক কৃষক লীগ আসাজ্জুমান কবির কৃষক লীগ নেতা আব্দুল মতিন দুদু। এই নির্বাচন এবং কর্মিসভায় বক্তব্য দিতে গিয়ে একটি কথা বার বার তুলে ধরেন। চুয়াডাঙ্গা পৌরসভায় ৪৯ বছরে মধ্যে এই চার বছর পৌরসভায় যত কাজ হয়েছে।
এমন কাজ আগে কোন মেয়র করতে পারিনি, তাই সাবেক মেয়র উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করে। চুয়াডাঙ্গা জেলাসহ আরও অনেক বাড়ি গাড়ি তৈরী করে তাই বড় বড় কথা বলেন না, আপনার ইতিহাস চুয়াডাঙ্গা পৌর বাসিসহ জেলার মানুষ ভালো ভাবে জানে। আপনি যখন পৌর মেয়র ছিলেন, তখন পৌর বাসি জানে আপনি সাধারণ মানুষের সঙ্গে কিভাবে অত্যাচার করেছেন। আপনি যাদের ভোটে পৌর মেয়র হয়ে ছিলেন তাদের সাথে খারাপ আচরন এমন কি? তাদের হায়ে পযর্ন্ত হাত দিয়েছেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী মগ্ন সাংগঠনিক সম্পাদক এড্যাভোকেট মালেক বলে আপনি পৌর সেবক না হয়ে।
শোচনীয় ভাবে পৌর সভা চালিয়েছেন এটা পৌর বাসির কাছে সব কিছু পরিস্কার পৌর শাসক হয়ে ছিলেন ইংরেজিদের মত বক্তব্য দিতে গিয়া আরও বলেন পৌর সভার টেন্ডার নিজের মতো করে সাজিয়ে নিয়ে কাজ করে পৌর সভায় থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আজকের পৌর কৃষক লীগের নির্বাচন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর কৃষক লীগের সভাপতি রাকিবুল রহমান রাকু। এবং অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাজ্জুমান কবির।