চুয়াডাঙ্গা পৌর এলাকায় ১৩কোটি ব্যয়ে আর্সিনিক মুক্ত পানির পাম্প উদ্ধোধন করে পৌর মেয়র জিপু চৌধুরী

দীর্ঘদিনের চাওয়া পুরন হতে চলেছে চুয়াডাঙ্গা পৌর বাসির বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জীবানু মুক্ত পানি পান করবে। আগামীদিন থেকে চুয়াডাঙ্গা পৌর বাসি আইরন মুক্তো বিশুদ্ধ পানি পান করতে পারবে ইনশাল্লাহ। আজ শনিবার বেলা ১২টার সময় আর্সিনিক ও বিশুদ্ধ মুক্ত পানির পাম্প উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা পৌর আলোকিত শহর তৈরীর কারিগর ওবায়দুল রহমান (জিপু চৌধুরী) এই সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফি, ও তরুন প্রজন্মের নয়নের মণি মাফিজুর রহমান মাফি, ও এলাকার সাধারণ মানুষ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও চুয়াডাঙ্গা পৌরসভার যৌথ উদ্যেগে (৩৭ শহর প্রকল্পের আওতাধীন) ৩৫০ ঘনমিটার / ঘন্টায় উৎপাদন ক্ষমতা সম্পন্ন ভুগর্ভস্থ পানি শোধনাগার চালু করেন, চুয়াডাঙ্গা জেলার প্রাণ প্রিয়ও নেতা এবং চুয়াডাঙ্গা আলোকিত শহর তৈরীর কারিগর সাধারণ মানুষের প্রিয়ও নেতা ও জনতার সেবক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, পানির অপর নাম জীবন, আর এই জীবন কেই বিশুদ্ধ করলেন। ২০১৪ সালে ১৫ই ডিসেম্বর এই কাজের উদ্বোধন করা হয়। এই প্রকল্পে থেকে প্রতিদিন সাড়ে ৩ লক্ষ লিটার পানি উৎপাদন করা হইবে, এই থেকে পৌর বাসি সুবিধা ভোগ করতে পারবে ৬হাজার ৭জন গ্রাহক। চুয়াডাঙ্গা পৌরবাসীর জন্য এমন সুযোগ আর হবে কিনা আমার জানা নেই বলেন মেয়র জিপু চৌধুরী,বলেন। তাই চুয়াডাঙ্গা পৌর বাসির সচেতন মহলের সাধারণ জনগণ পৌর মেয়র ওবায়দুল রহমান জিপু চৌধুরী কে অভিনন্দন জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *