চুয়াডাঙ্গা জেলা যুব মৈত্রীর নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মানব বন্ধন
আজ বৈকাল সাড়ে চারটার সময় বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্ধেগে যুবমৈত্রীর এক মানব বন্ধন করে চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে।নয় দফা দাবি মধ্যে ১/ অনতিক্রম্য স্বস্হমন্ত্রীর পদ ত্যাগ, ২/ করোনা টেষ্ট বাড়াতে হবে এবং সবার জন্য করেনা ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করা, ৩/ করোনায় বেকার ও কর্মহীন যুবকদের জন্য বেকার ভাতাসহ রেশমি বস্তা করা, ৪/ স্বাস্থ্য খাতসহ সকল ক্ষেত্রে দুর্নীতি ও সিন্ডিকেট প্রতিরোধ করা, ৫/ যুব কৃষি খামারি উদ্যােগদের জামানত ও সুদ বিহীন ঝ্রণ দেওয়া, ৬/ স্নাথ্যসেবা মৌলিক ও সংবিধানিক অধিকার সবার জন্য নিশ্চিত করা,, ৭/ করোনা কালিন অর্থ সহায়তা রেশন ও ত্রাণ দুর্নীতি মুক্ত কর্মহীন মানুষের মধ্যে বন্টন করা, মোবাইল ও কলরেট অর্ধেক করতে হবে। ৯/ করোনা কালিন আইন শৃঙ্খলা অবনতি রুখে প্রতিরোধ করতে হবে। এই মানব বন্ধনে সভাপতিত্ন করেন চুয়াডাঙ্গা জেলা মৈত্রীর সভাপতি সিরাজুল ইসলাম শেখ ও জেলা মৈত্রীর সাধারণ সম্পাদক আনোয়ার হসেন ও জেলা মৈত্রী সদস্য দাউদ হসেন সহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।