চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের প্রচার সম্পাদকের উপর হামলার প্রতিবাদে আলোচনা সভা ও মিছিল।

বাংলাদেশ কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক মহাসিনের উপর হামলার প্রতিবাদে আলোচনা ও মিছিল করে জেলা কৃষক লীগ। আজ বৈকাল সাড়ে চার টার সময় পান্না হলের সামনে থেকে মিছিল টি শহীদ হাসান চত্বরে আসে।

আজকের প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতীতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যগ্ন আবাহয়ক ও সাবেক তিন তিন বার চেয়ারম্যান জিল্লুর রহমান।

চুয়াডাঙ্গা জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জানিফ, চুয়াডাঙ্গা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক মমিন পুর এলাকার নয়নের মণি ও ইউপি চেয়ারম্যান। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আবায়হক কমিটির সদস্য হাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা জেলা পৌর কৃষক লীগের আবায়হক রাকিবুল রহমান রাকু। নেতারা বক্তব্য দিতে গিয়া বলেন ১লা নভেম্বর রাত আনুমানিক ১১ টার সময় চুয়াডাঙ্গা সরকারি সদর হাসপাতালের ভিতরে জেলা কৃষক লীগের নেতা উপর হামলা কারীদের পুলিশ প্রসাশন গ্রেফতার করতে না, পারে।

কৃষক লীগ এর দাঁত ভাঙ্গা জাবাব দিবে, এছাড়া জেলা কৃষক লীগের উপর হামলা করা হলে আমরা ঘরে বসে থাকবে না, এছাড়া কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক বলেন আওয়ামী লীগ কে আজ আত্নীয় করন করার কারণে চুয়াডাঙ্গা জেলায় আওয়ামী লীগের কিছু নেতা বি এন পি থেকে আশা এদের কে লালন করে নিজেরা চুয়াডাঙ্গা জেলা কে শাসক করতে চাচ্ছে। কিন্তু কৃষক লীগ বেঁচে থাকা কালিন কোন ও আত্নীয় করন করা হবে না, চুয়াডাঙ্গা পৌর কৃষক লীগের আবায়হক রাকিবুল রহমান বলেন আওয়ামী লীগের কোটি কোটি টাকা লুটপাট করে এরা শান্ত চুয়াডাঙ্গা কে অশান্তি বিরাজ করতে চাই। তাই আপনার পেটোয়া বাহিনী সাবেক জেলা আওয়ামী লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক এ্যাড ভোকেট শফিকুল ইসলাম শফি কে মেরে ফেলার জন্য মারা হয়ে ছিলো কৃষক লীগ যদি একবার রাজপথে লড়াই করতে আসে তখন কিন্তু পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না, তাই শান্ত জেলাকে অশান্তি করার চেষ্টা করবেন। আজকের প্রতিবাদ সভা পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাজ্জুমান কবির।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *