চুয়াডাঙ্গা কুতুব পুর গ্রামের মরিয়ম নিখোঁজ হওয়ার ১৫ দিনের মাথায় উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় কুতুবপুর গ্রামে মরিয়ম নিখোঁজ হওয়ার তার মা মোছাঃ ফাতেমা খাতুন দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেন। যে, তার মেয়ে মরিয়ম আক্তার (মিলি) (১৪) গত ১০ অক্টোবর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মর্মে থানায় একটি জিডি করেন। বিষয়টি দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম কে অবগত করলে তিনি ব্যবস্থা নেওয়া জন্য দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকে নির্দেশ দেন। সঙ্গীয় পুলিশ ফোর্স অফিসার এস আই বাকী বিল্লাহ, এএসআই হায়দার আলী এএসআই শিউলিকে নিয়ে একটি মোবাইল নম্বরের সূত্র ধরে জানতে পারে যে উক্ত ভিকটিম টাঙ্গাইল জেলার গোপালপুর থানা এলাকায় অবস্থান করছে। এস আই বাকী বিল্লাহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গত ১৫ অক্টোবর দ্রুতগতিতে গোপালপুর থানার উদ্দেশ্যে রওনা দেন এবং উক্ত থানায় পৌছাইয়া থানার অফিসার ফোসের সহায়তায় করিহাটা নামক একটি প্রত্যন্ত গ্রাম থেকে অভিযান চালিয়ে ভিকটিম মিলি কে গত ১৬ অক্টোবর শুক্রবার উদ্ধার করিয়া থানায় হাজির হয়এবং কর্তৃপক্ষের নির্দেশে ভিকটিম মিলি (১৪) কে তার মায়ের নিকট বুঝাইয়া দেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *