চিতলমারীতে ১৯ জনের করোনা শনাক্ত, মোট ৭ জনের মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে ৩ দিনের টেস্টে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড এ্যান্টিজেন্ট টেস্টে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। এ উপজেলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত মোট ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ জুলাই) বিকেল ৫ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মোঃ মামুন হাসান জানান, এখানের টেস্টে ১৯ জুলাই ১৪ জন, ২৪ জুলাই ৪ জন ও ২৫ জুলাই ১ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত এ উপজেলার মোট ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদেরমধ্যে ২৫ জুলাই বড়বাড়িয়া গ্রামের নিথি আক্তার (২৫) বাড়িতে, বেন্নাবাড়ি গ্রামের সুশান্ত মজুমদার (৬৫) খুলনায় হাসপাতালে, ২৩ জুলাই শিবপুর গ্রামের সুনিল (৭৮), ২০ জুলাই কলিগাতি গ্রামের হাসমত আলী (৯০), ১৬ জুলাই বোয়ালিয়া গ্রামের সুকুরোন নেছা (৮৫) ১৪ জুলাই শিবপুর গ্রামের জোবেদা বেগম (৭২) চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২৭ জুন চরশৈলদাহ গ্রামের আব্দুস সাত্তার (৬৬) খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী বলেন, আক্রান্তদের সকলের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে। জেলা প্রশাসকের নির্দেশে লকডাউন বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে রয়েছি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *