চিতলমারীতে সফল প্রকল্পের নারী দিবস উদ্যাপন
‘করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’-এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চরলাটিমা কিশোরী ক্লাবে সমাজের মানুষের মধ্যে সচেনতা বৃদ্ধির লক্ষে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ (সফল প্রকল্প)যৌথ ভাবে দিবসটি পালন করে।
অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।
চিতলমারী শেরে বাংলা ডিগ্রী কলেজের প্রভাষিকা সুচিত্রা বিশ্বাসের সভাপতিত্বে এ সময় কক্তব্য রাখেন, সফল প্রকল্পের এসসিও মোঃ রজীনুর রহমান, নিউটেশন রিয়াজুল ইসলাম, লাইফস্টক অফিসার মোল্লা ওমর ফারুক ও মাঠকর্মীবৃন্দ।