চিতলমারীতে খাদ্যসহায়তা পেয়েছেন ৫০ পরিবার

বাগেরহাটের চিতলমারীতে সরকারের জরুরি হটলাইন ৩৩৩ নন্বরে কল করে কর্মহীন হয়ে পড়া ৫০টি পরিবার খাদ্য সহায়তা পেয়েছেন। রবিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপকারভোগীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম মাহাতাবুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অপূর্ব দাস ও সাংবাদিক শফিকুল ইসলাম সাফা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী জানান, করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ কর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। কর্মহীন অসহ্য়া এসব মানুষের ৩৩৩ এ ফোন পেয়ে আজ তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হলো।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *