চিতলমারীতে এক মাদক কারবারিকে আটকের দাবীতে আবেদন
বাগেরহাটের চিতলমারীর সন্তোষপুর ইউনিয়নের বাবুয়ানা এলাকায় মাদক কারবারি ও মাদক সেবনের সাথে জড়িত সজল গোলদারকে (৪০) আটকের দাবিতে এলাকাবাসি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের লিখিত আবেদন করেছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) ভুক্তভোগী এলাকাবাসী এ লিখিত অভিযোগ দায়ের করেন। সজল বাবুয়ানা গ্রামের মৃত কৃপাসিন্দু গোলদারের ছেলে।
সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রসুল মাঝি, সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য হরেন্দ্র নাথ শিকদার, ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ মোশারফ মাঝি এবং সাধারন সম্পাদক ফনিভূষণ হীরা স্বাক্ষরিত আবেদনপত্রে জানা গেছে, সজল গোলদার দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত। এজন্য তাকে যুবলীগের সদস্য পদ থেকে বহিস্কার করা করা হয়েছে। বর্তমানে এলাকায় ইয়াবা সম্রাট নামে পরিচিত। তার চার সহযোগি এলাকায় মাদক কারবার করছে। ভয়ে কেউ টু শব্দ করেন। ওদের আটক করলেই মাদকের ব্যাপক তথ্য বেরিয়ে আসবে।
এ ব্যপারে সজল গোলদার সব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমার সুনাম ক্ষুন্ন করতে একটি কুচক্রী মহল মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমি আসন্ন নির্বাচনে সন্তোষপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারি এজন্য এই ষড়যন্ত্র।’
তবে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বলেন, আমি অভিযোগটি পাওয়ার পরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী অফিসার ইনর্চাজের নিকট হস্তান্তর করেছি।