চিতলমারী থানার ওসি তদন্তসহ ৩ জনের করোনা শনাক্ত, দুইটি বাড়ি লকডাউন

বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রথম সারির করোনা যোদ্ধা ওসি তদন্ত মোঃ ইকরাম হোসেনসহ ৩ জনের করেনা শনাক্ত হয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড এ্যান্টিজেন্ট টেস্টে তাদের করোনা পজেটিভ এসেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুনরায় পরীক্ষার জন্য করোনা আক্রান্তদের নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ওসি তদন্ত মোঃ ইকরাম হোসেন করোনার প্রথম ঢেউ থেকে (২০২০ সালের মার্চ) এ উপজেলায় প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে কাজ করছেন।

করোনা শনাক্ত অন্য দুইজন হলেন, শিবপুর ইউনিয়নের শান্তিখালী এলাকার গৃহবধু স্বপ্না বেগম (৪০) ও চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামের এনজিওকর্মি অর্পিতা ব্রহ্ম (৩৫)। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনাক্তদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান জানান, বর্তমান আক্রান্তদের জ্বরসহ বিভিন্ন উপসর্গ রয়েছে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী জানান, আক্রান্তদের ২টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *