চিতলমারী উপজেলায় এই প্রথম করোনায় আক্রান্তে মৃত্যু
রণিকা বসু (মাধুরী), বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম ১ জনের মৃত্যু খবর পাওয়া গেছে৷মৃত অমিনুর খান(৫০)তাকে (৫ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে টুঙ্গিপাড়া হাসপাতালের জরুরী বিভাগে নেয়ার পূর্বে সে মারা যায়। মৃত আমিনুরের বাড়ি উপজেলার বড়বাড়িয়া গ্রামে। সে বড়বাড়িয়া বাজারে একটি খাবারের হোটেল পরিচালনা করত। পারিবারিক সূত্রে জানা গেছে, আমিনুর গত ৮/১০ দিন যাবত জ্বর, গলা ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার (৫ জুলাই) সকালে শ্বাসকষ্ট বেশী দেখা দিলে দ্রুত তাকে টুঙ্গিপাড়া হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেছে এমন কোন তথ্য তার কাছে নেই।এই মত অবস্থাতে চিতলমারীতে দিন দিন যেভাবে আক্রান্ত করোনা রুগী বাড়ছে ৷জনগনকে আরো সচেতন হয়ে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আর সর্তক হয়ে চলাচল করতে হবে৷চিতলমারীর অবস্থা দিন দিন ভয়ানক রুপ নিবে বলে ধারণা করা হোচ্ছে৷তাই সরকারী দেওয়া নিয়ম ও নিজেদের আরো সচেতনাতাই পারে আমাদের সুরক্ষা করতে৷