চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় ভয়াবহ বিস্ফোরণ
‘আমার শরীর পুড়ে গেছে। আমি হয়তো আর ফিরব না। আমার কলিজা মেয়েটার মুখ আর দেখা হবে না মামা। তুমি একটু দেখে রাখিওফায়ার ফাইটার মনিরুজ্জামানের শেষ কথা
চট্টগ্রামের সোনাইছড়ি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে শনিবার (৪ঠা জুন) রাত ১১টায়। বিস্ফোরণে ঘটে। উক্ত বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন ফায়ার সার্ভিসকর্মী। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে নাম মো. মনিরুজ্জামান তিনি কুমিরা ফায়ার স্টেশনে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। এছাড়া আগুনে দগ্ধ হয়ে আটজন ফায়ার সার্ভিসকর্মীসহ ৪২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া কয়েকশ মানুষ আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, সিএমএইচসহ আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। গুরুতর আহতাবস্থায় আই সি ইউ তে ও রাখা হয়েছে বেশ কয়েকজনকে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে গুরুতর আহত তিনজনকে।
বিএম কনটেইনার ডিপোয় শনিবার রাতে আগুন লাগার পর সারা রাত থেমে থেমে বিস্ফোরণ হয়। রোবিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুপুর ১২টার পর আর বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। আই এস পি আর জানায়, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের পাশাপাশি উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য কাজ করছেন। উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দলও কাজ করছে। এ ছাড়া সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা দলও নিয়োজিত রয়েছে। তাদের সঙ্গে আছে মিলিটারি পুলিশ। আগুনে ক্ষতিগ্রস্ত রাসায়নিক সামগ্রী সমুদ্রে ছড়িয়ে পড়া রোধে এ দল কাজ করছে। আর বিস্ফোরণে আহত ব্যক্তিদের সেনাবাহিনীর মেডিকেল টিম চিকিৎসাসেবা দিতে কাজ করে চলেছে।
জানাযায় আমদানি-রফতানি পণ্য ব্যবস্থাপনার জন্য ২৪ বছর আগে চট্টগ্রামে কনটেইনার ডিপো শিল্পের যাত্রা শুরু হয়। চট্টগ্রামে এ শিল্পের যাত্রা শুরুর পর এই প্রথম কোনো কনটেইনার ডিপোয় এত বড় দুর্ঘটনা ঘটল।
অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের জন্য নির্দেশনা দেন। এ ছাড়া প্রধানমন্ত্রী দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা পরিচালনা এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা প্রদানে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।